শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গণস্বাস্থ্য কেন্দ্রকে ৫ লাখ টাকা অনুদান

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

বর্তমানে করোনাভাইরাস (কেভিড-১৯) বাংলাদেশসহ সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। চলমান এই সময়ে গণকল্যাণ ট্রাষ্ট নামে একটি সংগঠন গণস্বাস্থ কেন্দ্রকে ৫লক্ষ টাকা অনুদান প্রদান করেছে। সংগঠনের পক্ষে মো: সফিউদ্দিনের নেতৃত্বে ঢাকার ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর ভবনের অফিসে কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর হাতে এ চেক প্রদান করেন।
দেশের এমন পরিস্থিতে করোনা ভাইরাস নামের মহামারি রোগের পরীক্ষা-নিরীক্ষাসহ এর প্রতিকার কিভাবে করা যায় তা নিয়ে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞাানীরা গবেষনা করে চলছেন। বাংলাদেশে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ও পরামর্শে করোনা ভাইরাস পরীক্ষার কিট তৈরীর চেষ্টা সফল হয়েছে। ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণস্বাস্থ্য কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তাদের কিট তৈরীর অনুমোদন দিয়েছেন। কিট তৈরীর জন্য অনেক অর্থের প্রয়োজন। দেশী-বিদেশী শিল্পপতি, ব্যবসায়ী ও সাধারণ নাগরিক আর্থিক সাহায্য করলে জনসাধারণের উপকার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন