শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে পৌছেছে করোনা পরীক্ষার মেশিন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ১১:৪৭ এএম

এসে গেছে করোনাভাইরাস পরীক্ষার মেশিন ও সরঞ্জাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার (৩০ মার্চ) সকাল ৮টায়-পিসিআর মেশিন আসে ওসমানীতে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান। মেশিন ও সরঞ্জাম গ্রহণের সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা.আবুল কালাম আজাদ ও উপ-পরিচালক হিমাংশু লাল রায় প্রমুখ। ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান জানান, এক সপ্তাহের মধ্যে ল্যাব স্থাপন করা হবে, এরপর সংশ্লিষ্ট চিকিৎসকদের ট্রেনিং প্রদান করা হবে। আগামী সপ্তাহের যে কোনো দিন থেকে করোনাভাইরাস পরীক্ষা শুরু হবে সিলেটে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
*হতদরিদ্র দীনমজুর কহে* ৩০ মার্চ, ২০২০, ১২:০৯ পিএম says : 0
এ ব্যাবস্থা সকল বিভাগীয় হাসপাতালে করা হোক।পর্যায়ক্রমে জেলা সদর হাসপাতালে ও চালু করা হোক।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন