বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজবাড়ী জেলা পুলিশের খাদ্য সহায়তা পেল বেদে পল্লীর ২৯টি পরিবার

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ২:৪৮ পিএম | আপডেট : ৪:২২ এএম, ১ এপ্রিল, ২০২০

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে (আহলাদিপুর হাইওয়ে থানার পাশে) অস্থায়ী বসতি গড়ে তোলা ২৯ টি বেদে পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করছেন জেলা পুলিশ প্রশাসন।

সোমবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম নির্দেশক্রমে খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেকে পরিবারকে ৫কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে বেদে পরিবারগুলোর মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করতে যান রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।

এসময় রাজবাড়ী সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বেদেদের সরদার মোহাম্মদ শেখ বলেন, রবিবার ওসি স্যার আমাদের মাস্ক দিতে এসেছেন তাই তাকে কাছে পেয়ে আমরা তার কাছে খাদ্য সহায়তা চেয়েছি। আজকে স্যার আমাদের সহযোগীতা করলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন