স্টাফ রিপোর্টার : ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসাসমূহে পাসওয়ার্ড প্রদান করা হবে। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পাঠদানের অনুমতিপ্রাপ্ত ও অধিভুক্ত সব মাদরাসার অনলাইন সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্যে এই পাসওয়ার্ড প্রদান করা হবে। এর মধ্যে ঢাকা বিভাগ ১৭ জুলাই হতে ১৮ জুলাই, চট্টগ্রাম বিভাগ ১৯ জুলাই হতে ২০ জুলাই পর্যন্ত, রাজশাহী বিভাগ ২১ জুলাই ও ২৪ জুলাই, খুলনা বিভাগ ২৫ জুলাই হতে ২৬ জুলাই, সিলেট বিভাগ ২৭ জুলাই হতে ২৮ জুলাই, রংপুর বিভাগ ২৭ জুলাই হতে ২৮ জুলাই, বরিশাল বিভাগ ৩১ জুলাই হতে ১ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট মাদরাসার প্রধান/প্রধান মনোনীত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের বছিলা, মোহাম্মদপুরস্থ কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা হতে পাসওয়ার্ড সংগ্রহ করার জন্যে অনুরোধ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন