শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভোলায় সাংবাদিকের উপর হামলা, সাংবাদিকদের নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবী

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ১০:০৯ এএম

বোরহানউদ্দিনে সাংবাদিক সাগর চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলার সাংবাদিক নেতারা। ৩১ মার্চ এক বিবৃতিতে সাংবাদিক নেতারা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী সন্ত্রাসী নাবিলকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশ মামলা না নেওয়ায়ও তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিষয়টি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এর দৃষ্টি আকর্ষণ করেন তারা। অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মু. শওকাত হোসেন, সম্পাদক নাসির লিটন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আফজাল হোসেন, সম্পাদক আলহাজ্ব এড. সাহাদাত শাহিন,ভোলা জেলা ইনকিলাব সংবাদদাতা মোঃ জহিরুল হক প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন