বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

করোনায় অস্থায়ী কোয়ারেন্টাইন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের এমপি এমএ লতিফের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে পাঁচটি অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। এগুলো হল- আগ্রাবাদ মহিলা কলেজ, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়, হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়, ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজ ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়। এসব সেন্টারে দেড় শতাধিক শয্যার ব্যবস্থা করা হয়েছে।

এসব শয্যায় থাকার জন্য আলাদা আলাদা বেড, মশারি, জুতা, গামছা-স্যান্ডেল এবং খাওয়ার জন্য প্লেট, বাটি ও গ্লাস সরবরাহ করা হয়েছে। রোগীর উপযোগী খাবার সরবরাহ দেয়া হবে এমপি লতিফের ‘এমপি কিচেনস’ থেকে। এছাড়া জ্বর, সর্দি-কাশির রোগীর জন্য সাধারণ সব ওষুধ দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন