শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মতলব উত্তরে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ট্রাক উল্টে খাদে

মতলব উত্তর(চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৩:৪৫ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ঠেটালীয়া বাজার মোড়ে বেড়ী বাঁধ সড়কে গত ২ এপ্রিল মধ্যরাতে গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে (ঢাকা মেট্রো -ট, ২২-৭১৭০) ট্রাকটি উল্টে সেচ ক্যানেলের খাদে পরে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকট শব্দ আর চিৎকার শোনে লোকজন ঘটনাস্থলে এসে দেখে গাড়ি খাদে, ড্রাইভার, হেলপার স্বাভাবিক ভাবে আহত তাদের চিকিৎসার জন্য মতলবে পাঠাননো হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায় ঐ সময় বৃষ্টি ছিল, বিদ্যুৎ ছিল না, ট্রাকটি উল্টে পরে বিদ্যুৎ এর খুটি একে বারে ভেঙ্গে ফেলে, আল্লাহর কি মেহের ঐ সময় বিদ্যুৎ ছিল না, নইলে তারে আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনা হতে পরতো। আর ঐ সময় রোড একেবারে ফ্রি ছিল, ট্রাক ও ছিল খালি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কার গাড়ি কিছুই খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে মতলব উত্তর থানা পুলিশ সরজমিন তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানান ওসি নাসিরউদ্দিন মৃধা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন