মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনা সন্দেহে দুই জনের নমুনা সংগ্রহ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৪:০০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা সংক্রমণ সন্দেহে দুই জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনিময় হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দুইজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরন করা হয়েছে। এরা হলেন একজন নারী স্বাস্থকর্মী ও অপর জন পল্লী বিদ্যুতের স্টাফ। তাদের বয়স ২৫ বছর ও ৩৫ বছর।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার জানান, স্বাস্থ্য বিভাগ করোনা প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। এপর্যন্ত বিদেশ থেকে কলাপাড়ায় ফিরেছে ১২৬ জন। এর মধ্যে ১০৪ জনকে চিহ্নিত করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে করেছে ৯৮ জন। বাকি ৬ জনের এখনও হোম কোয়ারেন্টাইন চলছে। দুই জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সন্দেহ ভাজন দুইজনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। তাদের বাড়ি দুটি লকডাউন করা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন