শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিরলে উৎকোচ আদায়কালে আটক ২

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

দিনাজপুরের বিরলে জনগণকে ভয় দেখিয়ে ও জিম্মিকরে উৎকোচ আদায়ের সময় চাকরিচ্যুত এক সেনাসদস্য এবং এক অটোচালককে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃতরা হলো, উপজেলার ধর্মপুর মিরাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে মিলন কবির (২৪) এবং একই গ্রামের আব্বাস আলীর ছেলে অটোচালক পিয়ারুল ইসলাম (২৫)। 

করোনাভাইরাসের বিস্তার রোধে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া বর্তমানে নিষেধ রয়েছে। আর এটাকে কাজে লাগিয়েছেন মিলন ও পিয়ারুল। বাড়ীর বাইরে বিভিন্ন ব্যক্তি ও দোকানদারের নিকট থেকে ভয় দিখিয়ে উৎকোচ আদায় করতে থাকে। মানুষের সন্দেহ হলে তাদের দুজনকেই আটক করে উত্তম মধ্যম দেয়।
জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (আইসি) তৌহিদুল ইসলাম জানান, মানুষের কাছে উৎকোচ গ্রহণের অভিযোগে স্থানীয়রা তাদের ২ জনকে আটক করে সকালে তদন্ত কেন্দ্রে দিয়ে যায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন