শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নিকলীতে থামছে না গণজমায়েত

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে লোকজনকে ঘরে থাকার কঠোর নির্দেশনা দিলেও মানছেন না কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের লোকজন। জনসমাগম ঠেকাতে উপজেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য হাট-বাজার বন্ধ ঘোষণা করলেও সরেজমিনে দেখা যায়, ছাতিরচর বাজারে শত শত দোকান নিয়ে বসেছে ব্যবসায়ী ও কৃষকরা।
দেশের বিভিন্ন শহর থেকে লোকজন গ্রামের বাড়িতে ফিরে আসায় এলাকায় বেড়েছে মানুষের সংখ্যা। বাজারেই তাদের আড্ডাস্থল। সিংপুর, দামপাড়া ও নিকলী নতুন বাজারেও একই চিত্র। এসব হাটে স্থানীয় দোকানদারদের দোকান খুলে মালামাল বিক্রি করতে দেখা যায়।
নিকলী থানার ওসি সামছুল আলম সিদ্দিকী জানান, ছাতিরচর একটি রিমোট এলাকা তথাপি পুলিশ প্রশাসন বার বার সেখানে যাচ্ছে কিন্তু এলাকাবাসী সচেতন হচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন