শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরে করোনায় কঠোর প্রশাসন

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম


করোনাভাইরাস প্রতিরোধকল্পে সরকারি আইন, নিয়ম নীতি মানতে জনসাধারণকে বাধ্য করার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে যশোরের প্রশাসন। প্রথমদিকে করোনার ভয়ে মানুষ ঘরবন্দি হয়ে পড়লেও গত কয়েকদিন শহর ও গ্রামে সমানতালে আবার ঢিলেঢালাভাব, আড্ডা ও চলাচল বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ কঠোর হয়েছে। অভিযান পরিচালনা করে মানুষকে ঘরে ফেরার জন্য চাপ সৃষ্টি, জটলা দেখলেই ধাওয়া করা, সরিয়ে দেয়া এবং জরিমানা করার কাজ শুরু করেছে।
শুক্রবার যশোর জেলা প্রশাসক মুহাম্মাদ আশরাফ হোসেন জানান, করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটাই ভালো। তবুও যশোরে সাবধানতা অবলম্বনের জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ভুমিকা নেয়া হচ্ছে। প্রতিদিন অভিযান পরিচালনা করে জরিমানা আদায়, ধাওয়া করার কাজ করা হচ্ছে। সচেতনতা সৃষ্টির জন্য প্রশাসনসহ বিভিন্ন সেক্টর কাজ করছে। পথে পথে ব্যক্তিদের চলাফেরা ও ঘোরাফেরার ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন