শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীতে ১৬২জন কোয়ারেন্টাইনে হাসপাতালে ৯ জন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১১:৩৮ এএম

নোয়াখালীতে হোমকোয়ারেন্টাইনে ১৯৮৪ জনের মধ্যে এখন ১৬২জন রয়েছে। এছাড়া সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জনের মধ্যে ১৪জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, প্রবাসী অধ্যূষিত নোয়াখালীতে এপর্য্যন্ত করোনাভাইরাস সংক্রমিত কাউকে পাওয়া যায়নি। সন্দেহভাজন হিসেবে যাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের অধিকাংশকে ছাড়পত্র দেওয়ায় তারা বাড়ি ফিরে গেছে।

ইতিপূর্বে করোনা সন্দেহে সূবর্ণচর উপজেলায় এক সিএনজি চালককের বাড়িসহ দুইটি বাড়ি লাল পতাকা টাঙ্গানো হয়। কিন্তু সেখানে সংক্রমণ না পাওয়ায় লাল পতাকা সরিয়ে নেওয়া হয়েছে।

নোয়াখালীর সার্বিক পরিস্থিতি সন্তোষজনক হলেও লোকজনকে ঘর থেকে বের না হবার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের উদ্যোগে এ বিষয়ে বার বার মাইকিং করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
হযরত আলী ৪ এপ্রিল, ২০২০, ২:০১ পিএম says : 0
24 মার্চ থেকে আমার অফিস বন্ধ কোন বেতনাদি দেওয়া হয় নাই আমি কি করে চলব হাতে কোন পয়সা করি নাই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন