শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সেনাবাহিনীর টহল ,অহেতুক ঘোরাঘুরি ও করাতকল খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৭:৩৫ পিএম

করোনা সচেতনতায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় টহল জোরদার সহ মাইকিং করেছেন সেনা সদস্যরা। শনিবার সকাল থেকে সেনাবাহিনীর মেজর মো.আতাউর রহমানের নেতৃত্বে উপজেলার বাহেরচর, খালগোড়া, পুলঘাট ও নেতা বাজার এলাকায় টহল দেন সেনাবাহিনীর একদল সদস্য। এতে অংশগ্রহণ করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাশফাকুর রহমান ও রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মো.আলী আহম্মেদ।
এসময় বিনা কারণে ঘোরাঘুরি ও সরাকারী নির্দেশনা অমান্যকরে করাতকল খোলা রাখার অপরাধে তিনজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে করাতকল মালিককে ২ হাজার টাকা ও অন্য দুইজনকে ৫শ’ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাশফাকুর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন