নগরীতে লকডাউনের মধ্যে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা, বিভিন্ন গলিতে আড্ডা ও অকারণ ঘোরাঘুরির অপরাধে ৬৫টি মামলা এবং ৯৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দিনভর নগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০টি দল অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ অভিযান চালানো হয় নগরীর বিভিন্ন এলাকায়। যারা ঘরের বাইরে যাচ্ছেন এবং অযথা ঘোরাঘুরি করছেন তাদের জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক বিচ্ছিন্নতা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন