শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রী চান না সাংবাদিকরা ঘোরাঘুরি করে সংক্রমিত হোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ১২:৫০ পিএম

করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেখানে কোনো সাংবাদিককে ডাকা হয়নি। তবে তা টিভি ও অনলাইনে সম্প্রচারিত হয়েছে। এর কারণ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি চাই না সাংবাদিকরা ঘোরাঘুরি করে করোনাভাইরাসে সংক্রমিত হোক।
আজ রবিবার গণভবনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে ভিন্ন প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা থাকেন। এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন হচ্ছে। কারণ আমি চাই না সাংবাদিকরা ঘোরাঘুরি করে সংক্রমিত হোক।
সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে অন্যবারের মতো সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব ছিল না।
সংবাদ সম্মেলনটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও সরাসরি সম্প্রচার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
tonu ৫ এপ্রিল, ২০২০, ১:২২ পিএম says : 0
ধন্যবাদ মাননীয় প্রধান মন্ত্রীকে,এখন আাপনি আামাদের ভরসা।
Total Reply(0)
মোঃ তানজিল ফকির ৫ এপ্রিল, ২০২০, ৮:৪৬ পিএম says : 0
আমি এই প্রস্তাবের বিপক্ষে কারণ প্রধানমন্ত্রী কী চান না তার চাল চোরেরা ধরা পড়ুক ?
Total Reply(0)
নেছার ৭ এপ্রিল, ২০২০, ১১:৪১ পিএম says : 0
আর জনগন চায়না গর্মেনটছ খোলা রেখে লখ্য লখ্য লোক আক্রান্ত হোক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন