সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে আইসিইউ সুবিধা দিতে ১২ ক্লিনিক প্রস্তুত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনা রোগীদের আইসিইউ সুবিধাসহ চিকিৎসার জন্য নগরীর বেসরকারি ১২টি হাসপাতালকে পর্যায়ক্রমে প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে প্রথম পর্যায়ে তিনটি হাসপাতাল প্রস্তুত হয়েছে। এ তিনটি হলো- পার্কভিউ, মেডিক্যাল সেন্টার এবং ইম্পেরিয়াল হাসপাতাল।
এছাড়া দ্বিতীয় পর্যায়ে সার্জিস্কোপ (ইউনিট ২), ডেল্টা এবং সিএসটিসি হাসপাতাল। তৃতীয় পর্যায়ে সিএসসিআর, ন্যাশনাল ও এশিয়ান হাসপাতাল এবং চতুর্থ পর্যায়ে রয়েল, মেট্রোপলিটন ও ম্যাক্স হাসপাতালের আইসিইউ সুবিধা ব্যবহার করা হবে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, করোনা মোকাবেলায় আমরা নগরীর ১২টি হাসপাতাল বেছে নিয়েছি। যদি করোনা রোগীদের আইসিইউ সুবিধা প্রয়োজন হয় তাহলে এসব হাসপাতালের আইসিইউ ব্যবহার করা যাবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন