সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনা মোকাবেলায় কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকায়

নৌবাহিনীর খাদ্য সহায়তা প্রদান

আইএসপিআর | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে নৌবাহিনী। রোববার কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জম এর তত্ত্বাবধানে জেলা নৌ স্কাউটসের সহযোগিতায় নৌসদস্য রাউপ জেলার বড়ইছড়ি সদর, কলেজ রোড, বড়ইছড়ি বাজারও তৎসংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে। এসময় জন সমাগম পরিহার করে স্থানীয় অসহায়দের হাতে হাতে জীবাণু নাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। পাশাপাশি আশেপাশের পরিবেশ জীবাণু মুক্ত রাখতে জীবাণু নাশক ঔষধ ছেটানো হয়। নৌসদস্যরা জন সমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। সেই সাথে তারা করোনা প্রতিরোধে স্থানীয়দের মাঝে সচতেনতা তৈরি করতে বিভিন্ন লিফলেট বিতরণসহ নানা পরামর্শ প্রদান করে।-আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন