বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রাম বিভাগে কোয়ারেন্টাইন শেষ ১৪৩১৭ জনের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১:৫৫ পিএম | আপডেট : ৮:১৮ পিএম, ৬ এপ্রিল, ২০২০

চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় সোমবার পর্যন্ত কোয়ারেন্টাইন শেষ করে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৩১৭ জন। তাদের সবাই সুস্থ্য আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। রোববার নতুন করে কোয়ারেন্টাইনে গেছেন ৪২ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে গেছেন সর্বমোট ১৫ হাজার ১৯৩ জন যাদের বেশিরভাগ প্রবাসী ও বিদেশ ফেরত।
স্বাস্থ্য বিভাগ থেকে দুপুরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে চার জনকে। মোট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ৪২ জন। ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। নতুন করে একজনকে আইসোলেশনে প্রেরণ করা হয়েছে।
আইসোলেশনে গেছেন মোট ২১ জন, ছাড়পত্র পেয়েছেন ১২ জন। ২৪ ঘণ্টায় করোনা সনাক্ত হয়েছে একজনের (চট্টগ্রাম নগরীর দামপাড়ায়)। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা দুই জন এবং কক্সবাজারের একজনসহ পুরো বিভাগে তিনজন। তারা আগের তুলনায় ভাল আছেন বলে জানান চিকিৎসকেরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন