করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার রাতে ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম।
শরীফ মোহাম্মদ (২২) নামের ওই যুবক আনোয়ারার মধ্যম শিলাইগড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সোমবার কালে তার নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডি’তে পাঠানো হয়েছে বলে জানান ডা. আফতাবুল ইসলাম।
এদিকে ঘটনায় উপজেলার শিলাইগড়া গ্রামের ১০টি বাড়িকে ঘিরে পুরো পাড়া সাময়িক লকডাউন করেছে প্রশাসন। রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হলে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে করোনায় মৃত্যু হয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ করোনা সন্দেহে ঐ এলাকা সাময়িকভাবে লকডাউন করে দিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন