রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মারাত্মক করোনা ঝুঁকতিে নারায়ণগঞ্জ করোনা আক্রান্ত ১১ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ৫:৪৪ পিএম

করোনা ভাইরাসরে সংক্রমনে দশেরে অন্যতম ঝুঁকতিে রয়ছেে রাজধানী ঢাকার খুব কাছরে জলো নারায়ণগঞ্জ। করোনা ভাইরাস সারাদশেে ছড়য়িে পড়ার পর এ র্পযন্ত এ জলোর ১১ জনরে দহেে করোনা পরীক্ষা করে পজটিভি পাওয়া গছে।ে এদরে মধ্যে ২ জনরে মৃত্যু হয়ছে।ে আক্রান্ত হওয়ার পর চকিৎিসা নয়িে সুস্থ হয়ছেনে ৩ জন। এখনও চকিৎিসাধীন রয়ছেনে ৬ জন। করোনা সংক্রমতি হয়ে ২ জনরে মৃত্যুর পর রোববার র্পযন্ত ২টি এলাকা লকডাউন করা হয়ছে।ে রাজধানী ঢাকার পরইে করোনা ঝুঁকতিে নারায়ণগঞ্জরে অবস্থান। এ অবস্থায় শল্পিাঞ্চল খ্যাত পুরো নারায়ণগঞ্জ জুড়ে আতঙ্ক বরিাজ করছ।ে
নারায়ণগঞ্জরে সভিলি র্সাজন ডা. মোঃ ইমতয়িাজ আহমদে বলনে, নারায়ণগঞ্জ থকেে এ র্পযন্ত করোনা আক্রান্ত সন্দহেে ৫৫ জনরে নমুনা সংগ্রহ করা হয়ছে।ে এরমধ্যে আইইডসিআির থকেে সরাসরি ৩০ জনরে নমুনা সংগ্রহ করা হয়ছে।ে আর প্রশক্ষিণ পাওয়ার পর নারায়ণগঞ্জরে সভিলি র্সাজনরে তত্বাবধানে গত শুক্রবার থকেে গতকাল রোববার র্পযন্ত ২৫ জনরে নমুনা সংগ্রহ করে আইইডসিআির-এ পাঠানো হয়ছে।ে এদরে মধ্যে ২ জনরে নগেটেভি রপর্িোট এসছে।ে
ডা. ইমতয়িাজ আরও বলনে, এ র্পযন্ত ১২৫ জন কোয়ারন্টোইনে রয়ছে।ে আইসোলশেনে রয়ছেনে ২ জন। লকডাউন করা হয়ছেে বন্দর উপজলোর ২৩ নম্বর ওর্য়াডরে রসূলবাগ ও নারায়ণগঞ্জ নগররে পাইকপাড়া এলাকা। এছাড়া খন্ড খন্ড ভাবে অনকে এলাকার দুই থকেে তনিশ বাড়ি র্পযন্ত লকডাউন করা হয়ছেে পরস্থিতিি ববিচেনায়।
গত ৩০ র্মাচ বন্দর উপজলোর রসূলবাগ এলাকার পুতুল নামে এক নারীর জ¦র-র্সদি নয়িে রাজধানীর র্কুমটিোলা হাসপাতালে মৃত্যু হয়। ওই সময় ওই নারীর দহে থকেে নমুনা সংগ্রহ করে রাখে আইইডসিআির। পরে গত ২ র্মাচ রপর্িোট আসে ওই নারী করোনা পজটিভি ছলিনে। এর প্রক্ষেতিে ওই রাতইে রসূলবাগ এলাকা লকডাউন করে দয়ে প্রশাসন। এছাড়া ওই নারীর সংর্স্পশে যারা এসছেলিনে তাদরে কোয়ারন্টোইনে পাঠানো হয়ছে।ে এদরে মধ্যে একজন চকিৎিসকও রয়ছেনে। এছাড়া ওই নারীর সংর্স্পশে এসে জ¦রে আক্রান্ত হওয়ায় নারায়ণগঞ্জ দড়েশ শয্যা জনোরলে হাসপাতালরে এক ওর্য়াড বয়কে আইসোলশেনে রাখা হয়ছে।ে
এদকিে গত শনবিার রাতে নগররে দওেভোগ গাঙ্গুলী বাড়ি এলাকার আবু সাঈদ নামে এক ব্যবসায়ি রাজধানী ঢাকার একটি বসেরকারি ক্লনিকিে করোনা উপর্সগে মারা যান। পরে তার দহে থকেে নমুনা সংগ্রহরে পর জানা যায় তনিি করোনা ভাইরাসে আক্রান্ত ছলিনে। এরপর তার পরবিারকে কোয়ারন্টোইনে থাকার নর্দিশে দওেয়া হয়।
এছাড়া ফতুল্লার লামাপাড়া এলাকায় মোঃ বাকি নামে তাবলীগ জামাত ফরেত এক ব্যক্তি করোনায় আক্রান্ত হলে লামাপাড়া এলাকার ২০৮টি পরবিারকে লকডাউন করে দওেয়া হয়। নগররে নন্দীপাড়া এলাকার এক দম্পতি করোনায় আক্রান্ত হওয়ার পর ওই এলাকা লকডাউন করে দওেয়া হয়। এছাড়া আবু সাঈদ নামে এক ব্যবসায়ি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ফতুল্লার কাশীপুর, বাংলাবাজার ও আমবাগান এলাকাও লকডাউন করে দওেয়া হয়ছে।ে
নারায়ণগঞ্জরে জলো প্রশাসক মোঃ জসমি উদ্দনি বলনে, আমরা জলোবাসীকে ঘরে থাকার আহবান জানাচ্ছ।ি ঘরে থকেে যে কোন ধরণলে সহায়তা চাইলে আমরা ঘরে ঘরে সহায়তা পৌঁছে দবে। সটো খাদ্য সহায়তা হোক অথবা র্আথকি সহায়তা। কন্তিু ঘরে থাকতে হব।ে এই মুর্হুতে ঘরে থাকার কোন বকিল্প নইে। প্রয়োজনে আমরা আরও কঠোর হবো।#
মোঃ হাফিজুর রহমান মিন্টু
নারায়ণগঞ্জ
৪-৬-২০২০

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন