বগুড়ার সারিয়াকান্দিতে হতদরিদ্রদের খাদ্য বান্ধব কর্মসুচির ১০ টাকা কেজি দরের চাল কালো বাজারে বিক্রির দায়ে এক ডিলারকে ভ্রাম্যমাণ আদালত ১মাসের কারাদন্ড দিয়েছেন ।
পাশাপাশি তার ডিলারশিপ বাতিল করা হয়েছে ।
দন্ডপ্রাপ্ত ডিলার গাজিউল হক কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেযারম্যান ।
জানাগেছে,উপজেলার কুতুবপুর ইউনিয়নের হতদরিদ্রদের খাদ্য বান্ধব কর্মসুচির এপ্রিল ২০২০ মাসের বরাদ্দকৃত সাড়ে ৮ মেট্রিক টন চাল ঐ ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে বিতরন না করে ডিলার গাজিউল হক কালোবাজারে বিক্রির দায়ে সোমবার সারিযাকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মিয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১মাসের কারাদন্ডের আদেশ দেন এবং ডিলারশিপ বাতিল করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন