শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মোট আক্রান্ত ১৬৩, মারা গেছে ১৭ জন -আইইডিসিআর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ২:৪৭ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪১ জন কোভিড-১৯ সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। আর মৃত্যু হয়েছে আরো ৫ জনের। মোট মৃতের সংখ্যা ১৭ জন। মোট আক্রান্তদের অধিকাংশই ঢাকা শহরের বিভিন্ন এলাকার। ১৫ জন নারায়ণগঞ্জের। একজন কুমিল্লা, একজন কেরানীগঞ্জ এবং একজন চট্টগ্রামের। মোট আক্রান্তের ২৮ জন পুরুষ, ১৩ জন নারী।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।

মৃত ব্যক্তিদের দুই জন ঢাকার এবং বাকিরা দেশের বিভিন্ন এলাকার। মৃতদের ৪ জন পুরুষ এবং একজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘন্টায় ৭৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৬০৬ জনকে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৩২ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন