শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে ২৪১ বন্দী মূক্তির প্রস্তাব

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১:৩৪ পিএম

করোনা সংক্রমন ঝুঁকি এড়াতে সরকারী নির্দেশনার আলোকে বরশিাল কন্দ্রেীয় কারাগার থকেে তনি ক্যাটাগড়তিে র্দীঘময়োদি সাজাপ্রাপ্ত ৬ মহলিা কয়দেি সহ ২৪১ জনকে মুক্তি দয়োর প্রস্তব স্বরাস্ট্র মন্ত্রালয়ে পাঠান হয়ছে।ে বরশিাল কন্দ্রেীয় কারাগার জলে সুপার নুর মোহাম্মাদ মৃধা ও ডপিুটি জলোর ইব্রাহমি সাংবাদিকদের জানান, বরশিাল কারাগারে থাকা ৩০ বছররে সাজাপ্রাপ্ত আসামীদরে মধ্যে যাদরে ২০ বছর সাজা ভোগ করা হয়ছেে তাদরে মধ্যে থকেে ৮৭ জন এবং ১৩৩ জন লঘুদন্ডপ্রাপ্ত সহ র্সবমোট ২৪১ জনকে মুক্তি দয়ো যতেে পারে এমন তালকিা মন্ত্রালয়ে প্ররেন করা হয়ছে।ে
অপরদকিে করোনা ভাইরাস ঝুঁকি এড়াতে কয়দে,িহাজতী ও বভিন্নি মামলার আসামীদরে সঙ্গে আত্বীয়-স্বজনদরে সাক্ষাৎ অস্থায়ীভাবে বন্ধ রখেছেে কারা র্কতৃপক্ষ। এছাড়া কারাগাররে ভেতর ও বাইরে পরস্কিার-পরচ্ছিন্নতার ব্যাপারে বভিন্নি প্রদক্ষপে গ্রহন করা হয়েছে বলে কতৃপক্ষ জানিয়েছেন।
উল্লখ্যে ৬৩৩ জন ধারন ক্ষমতার বরশিাল কন্দ্রেীয় কারাগাড়ে র্বতমানে প্রায় ১৩ শত ৫০ জন বভিন্নি অপরাধরে আসামী রয়ছে।ে
অপরদিকে বরশিাল কন্দ্রেীয় কারাগাড়ে ডআিইজি প্রজিন, সনিয়ির জলে সুপার, জলোর ও ডপিুটি জলোর সহ ৩৩৮ জনবলের বিপরিতে ২শত ২৫ জন র্কমরত রয়ছেে বলে জানাগেছে । মঞ্জুরীর এক-তৃতীয়াংশ জনবল সংকট আর ধারন ক্ষমতার দ্বিগুনেরও বেশী বন্দী নিয়ে দক্ষিণাঞ্চলের সর্ব বৃহত এ কারা কতৃপক্ষকে প্রায়সই বাড়তি দুঃশ্চিন্তায় রাখছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন