শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় হেলিকপ্টারে এলো ৫০০ পিপিই

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনার প্রভাবে খুলনায় চলছে লকডাউন। এ অবস্থার মধ্যে খুলনাঞ্চলের চিকিৎসাসেবা নিশ্চিত করতে খুলনা মেডিক্যাল কলেজে গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা।
গত শুক্রবার রাত ১১টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসকদের জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ৫০০ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এসেছে ঢাকা থেকে।
খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, একটি সংবাদ বিভ্রান্তির কারণে ঢাকায় মনে করেছে খুমেকে পিপিই নেই। তাই জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ৫০০ পিপিই পাঠিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. শহীদুল্লাহ। হেলিকপ্টারের মাধ্যমে রাতে খুলনার বিএনএসবিতে এসে পৌঁছায় পিপিই। আমি নিজেই সেই পিপিই প্রহণ করেছি।
তিনি আরও বলেন, খুলনা মেডিক্যালে বর্তমানে মোট ৪ হাজার ২০০ পিপিই মজুদ আছে। এ মুহূর্তে আমাদের তেমন কোনো ঘাটতি নেই।
খুলনায় করোনার জন্য নির্ধারিত হাসপাতাল একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে খুলনায় দশটি আইসিইউ বেডসহ ১০০টি বেড প্রস্তুত আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন