বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

প্রোটেকটিভ ইকুইপমেন্টে সজ্জিত হয়ে রোগীদের পাশে দাঁড়ান : ডা. কনক কান্তি বড়ুয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৩:৫৪ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া কোভিড-১৯-এর কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের চিকিৎসক সমাজের প্রতি প্রোটেকটিভ ইকুইপমেন্টে সজ্জিত হয়ে জ্ঞান, অভিজ্ঞতা ও মানবিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। রোববার ১২ এপ্রিল এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। তিনি বলেনে, মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ সংখ্যায় আত্মদানকারী পেশাজীবী বাংলাদেশের চিকিৎসকরা আপনারা আমার সশ্রদ্ধ অভিববাদন গ্রহণ করুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে যেমন আমরা জয়ী হয়েছিলাম ঠিক তেমনি তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা করোনা সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এই যুদ্ধে চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবা কর্মীরা হচ্ছেন অগ্রবর্তী বাহিনী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো জাতি আপনাদের সাথে আছে। এই যুদ্ধে জয়ী হওয়ার কোনো বিকল্প নেই। পর্যাপ্ত প্রোটেকটিভ ইকুইপমেন্ট এ সজ্জিত হয়ে আপনাদের জ্ঞান, অভিজ্ঞতা ও মানবিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ান। মনে রাখবেন, করোনা আক্রান্ত রোগীরা আমাদের কারো না কারোর আপনজন এবং তাঁদের এই বিপদে আমরা চিকিৎসক সমাজ দূরে থাকতে পারি না। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন