কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চালু হতে যাচ্ছে ১১তম পিসিআর ল্যাব। করোনাভাইরাসে আক্রান্ত অথবা সন্দেহভাজন রোগীদের শনাক্ত করতেই এই পলিমার্স চেইন রিএকশান (পিসিআর) ল্যাব। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের একটি ভবনে এই ল্যাব স্থাপনের কাজ চলছে। ল্যাবটি চালু হলে আইইডিসিআর ও বিভাগীয় শহরগুলোর পাশাপাশি এটা হবে দেশের ১১তম পিসিআর ল্যাব।
তবে এ মেশিন চালানোর জন্য কুষ্টিয়াতে একজন এমটি ল্যাব টেকনিশিয়ান রয়েছে, যাকে ঢাকা আইইডিসিআরের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার চিকিৎসা কর্মকর্তারা।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, ল্যাবের কাজ শেষে আইইডিসিআর থেকে আনা সরঞ্জামগুলো বসিয়ে এবং ল্যাব টেকনিশিয়ানদের প্রশিক্ষণ সম্পন্ন করে আগামী কয়েকদিনের মধ্যেই কুষ্টিয়াতে করোনা টেস্ট সম্ভব হতে পারে।
তিনি আরও জানান, এ সংক্রান্ত সকল তত্ত্বাবধানে থাকবে কুষ্টিয়া মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। পলিমার্স চেইন রিএকশান (পিসিআর) ল্যাব কুষ্টিয়ায় স্থাপন হলে এখানে পার্শ্ববর্তী ৫টি জেলার মানুষ করোনা ভাইরাসের টেস্ট করাতে পারবেন।
কুষ্টিয়াতে পিসিআর মেশিন বসানোর উদ্যোগ নেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। কুষ্টিয়াতে একটি সভায় দাবির প্রেক্ষিতে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন