রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈশ্বরদীতে বিষাক্তমদ পানে ২ জনের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) উপজেলাসংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ১:২২ পিএম

ঈশ্বরদী শহরের ফতে মোহাম্মদ এলাকায় বিষাক্তমদ পান করে গতকাল রাতে  ২ ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। 

এরা হলো মকলেছুর রহমানের ছেলে সজল (৩২) ও শামীমের ছেলে রাজু(৩২)। 
এলাকাবাসী, হাসপাতাল ও পুলিশ সূত্রেজানাযায়, মৃত ব্যাক্তিরা গত শনিবার রাতে এলাকার একটি দোকান থেকে বিষাক্ত মদ কিনে পান করলে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে গতকাল রবিবার বিকেলে ঈশ্বরদী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্হা আশংকাজনক হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তারা রাত ৯ টার দিকে মারাযায়।
এঘটনা জানার পর ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষাক্ত মদ বিক্রেতাকে আটক করার চেষ্টা চলছে বলে তিনি জানান। 
ঈশ্বরদী থানার অফিসারইনচার্জ বাহা উদ্দিন ফারুকী বলেন, এ ব্যাপারে আইনী প্রক্রিয়ায় যথাযথ ব্যাবস্হা গ্রহণ করা হবে। 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন