শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রমজানকে সামনে রেখে শুরু হয়েছে পন্য সংকট, বিক্রতা বলছে ডিলাররা মাল দিচ্ছেনা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ১:২৮ পিএম

লকডাউন অবস্থার মধ্যে রাজশাহীর হাটবাজারে শাকস্বব্জি,মাছ, মুরগী, ডিমের সরবরাহ ভাল থাকায় এসবের দাম মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। প্রতিদিন শতট্রাক বোঝাই শাকস্ব্িজ মাছ যাচ্ছে রাজধানীসহ বিভিন্ন স্থানে। প্রতিকুলতা কাটিয়ে কৃষক প্রানান্তর চেস্টা চালাচ্ছে তাদের উৎপাদিত কৃষিপন্য বাজারজাত করনের।
এরমধ্যে থেমে নেই ফড়িয়া আর মধ্যস্বত্ব্য ভোগীরা। তারা সুযোগ বুঝে কমদামে শাকস্বব্জি কিনে নিচ্ছে। বাজারে বিক্রি করছে ক্রয়মূল্যের চেয়ে দ্বিগুন তিনগুন দামে। পবিত্র রমজান আসন্ন। মুনাফা লোভী ব্যবসায়ীরা এখনি তৎপর হয়ে উঠেছে। চালের দাম দু’দফা বাড়িয়েছে। আটা বিভিন্ন ধরনের ডাল, তেল, চিনি, লবন, ছোলা, গুড়ো দুধ, মশল্লাসহ সব প্রয়োজনীয় জিনিষের দাম বাড়িয়েছে। শুরু হয়েছে কৃত্রিম সংকট। রাজশাহীর প্রধান বাজার সাহেব বাজারের বিভিন্ন মুদি দোকানে গেলে তারা স্বীকার করেন দাম বাড়ার কথা। কারন হিসাবে জানান সরবরাহ নেই। ডিলাররা মাল দিচ্ছেনা।
খাদ্যপন্য চলাচলের ক্ষেত্রে পরিবহনে কোন বাধা নেই। তারপরও কেন ঢাকা চট্রগ্রাম থেকে মাল আনছেনা তার সদুত্তর নেই। বিভিন্ন বড় বড় কোম্পানী আটা চিনি ডাল লবন তেল দুধসহ রকমারী পন্য প্যাকেটজাত করে বাজারজাতকরন করে। ডিলারের মাধ্যমে বাজারে পাঠানো হয়। সেই এজেন্টরা বলছেন সরবরাহ নেই। আবার বেশী দাম দিলে কিছুপন্য পাওয়া যাচ্ছে। খুচরো ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হচ্ছে। এ বিষয়টাতে এখনি কড়া নজরদারী প্রয়োজন। এসব পন্যের সংকট শুধু শহর পর্য্যায় নয় গ্রাম পর্য্যায়ে দেখা দিতে শুরু করেছে। অজুহাত পরিবহন সংকটের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন