বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জে করোনা সন্দেহে ৩ জনের নমুনা সংগ্রহ,হোম কোয়ারেন্টাইনে ৫৭,মুক্ত ১২৩

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ১:৩৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে করোনা ভাইরাস সন্দেহে ঢাকা ফেরত ৩ জনের নমুনা সংগ্রহ করেছে মেডিকেল টিম। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৫৭ জন। হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছে ১২৩ জন।

রবিবার(১৩ এপ্রিল) এ তথ্য দেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার। তিনি জানান,করোনা সন্দেহে ঢাকা থেকে বাড়িতে ফেরত আসা উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মন্মথ(সরকারপাড়া)গ্রামের দুইজনের ও রামধন গ্রামের আজিজ মোড়ের একজনসহ মোট ৩ জনের নমুনা সংগ্রহ করেছে মেডিকেল টিম। এসময় মেডিকেল টিমের সাথে ছিল থানা পুলিশ। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা ১৪ দিন বা তার অধিক সময় থাকার পরও কোন আলামত বা লক্ষন না থাকায় ১২৩ জনকে মুক্ত ঘোষনা করা হয়েছে। তারপরও এদেরকে লকডাউনের আওতায় থাকতে হবে।এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৫৭ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন