দেশে করোনাভাইরাসের আতংকে জ্বর, কাশী, ঠান্ডা, গলায় ব্যাথা,সর্দি সহ বিভিন্ন রোগের ঔষধের চাহিদা বাড়ার কারনে কিছু আসাধু ঔষূধ ব্যাবসায়ী ও ফার্মেসীর মালিকেরা নকল, ভেজাল ও সরকারী হাসপাতালের ঔষধ বিক্রয় করছে। গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের ঝিনাইদহ কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে একটি চৌকস দল রবি ও সোমবার দুই দিনে ঝিনাইদহ শহর ও শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার হতে বিপুল পরিমান নকল ঔষূধ উদ্ধার ও দুইজনকে আটক করেছে। ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুলের সামনে এজেএ পার্সেল কুরিয়ার হতে ডেলিভারি নেয়ার সময় একলাশ উদ্দিন নামের একজনকে আটক করা হয় এবং তার নিকট খেকে বিপুল পরিমান নকল নাপা এক্সট্রা ঔষূধ উদ্ধার করে। একই দল শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে দয়াল ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল,ভেজাল ও সরকারী ঔষূধ উদ্ধার করে এবং দোকানের মালিক গৌতম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন