শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মীরসরাইয়ে প্রতিবন্ধী, দরিদ্র কৃষকদের মাঝে খাদ্য,বীজ ও সার বিতরণ

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ৩:৫৬ পিএম

মীরসরাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকার উদ্যোগে পিকেএসএফের সহায়তায় প্রতিবন্ধী, অটিজম ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী, দরিদ্র কৃষকদের মাঝে সবজী, ধান বীজ ও সার এবং সাংবাদিক, পল্লী চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে অপকার প্রধান কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী ও সার, বীজ বিতরণ করেন অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর। এসময় আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব।

এ ব্যাপারে অপকার নির্বাহী পরিচালক মোঃ আলমগীর জানান, বৈশি^ক মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকার উদ্যোগে এ পর্যন্ত পল্লী চিকিৎসক, প্রশাসন ও সাংবাদিকদের মাঝে ৫শ পিচ পিপিই, ৫শজন প্রতিবন্ধী অটিজম মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং ৫শ জন দরিদ্র কৃষকের মাঝে সবজী, ধান বীজ ও সার বিতরণ করেছি। এছাড়া ১ লক্ষ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে ছিটানো, লিফলেট বিতরণ করেছে অপকা। আমরা কর্মহীন, দরিদ্র, অটিজম, প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করে যাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন