ভূমিকম্পের দুলুনি। আজ সন্ধ্যা নাগাদ কাঁপলো হঠাৎ প্রায় গোটা বাংলাদেশ। করোনাভাইরাস বৈশ্বিক মহামারী সংক্রমণ পরিস্থিতির মাঝেই এক আতঙ্কের সঙ্গে বুঝি যোগ হয়ে দেশ কাঁপালো আরেক ভয়-আতঙ্ক। অবশ্য মাঝারি মাত্রার এই ভূকম্পনে কোথাও তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ বিভাগের (ইউএসজিএস) তথ্য মতে, বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে এই ভূমিকম্পটি সংঘটিত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। অর্থাৎ মাঝারি প্রকৃতির।
মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প চলাকালীন মানুষজন সচকিত হয়েই উঠেন। অনেকেরই মনে জাগে ভয়-শঙ্কা। যখন দেখেন চোখের সামনে ঘরের আসবাবপত্র, সিলিং ফ্যান ইত্যাদি দুলছিল। করোনার কারণে মানুষ গৃহবন্দি। এরফলে অনেকেই আজকের ভূমিকম্প টের পেয়েছেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল (ইপি সেন্টার) ছিল মিয়ানমারের ফালাম থেকে ৩৮.৫ কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্ব দিকে। যা ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
মিয়ানমারের উক্ত এলাকাটির অবস্থান বাংলাদেশের ঢাকা থেকে ৩৬১ কিলোমিটার পূর্ব দিকে। চট্টগ্রাম থেকে ২১৮ কিলোমিটার পূর্বে।
বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলসহ, রাজধানী ঢাকায়ও এবং দেশের অধিকাংশ স্থানে কমবেশি এই ভূমিকম্প অনুভূত হয়েছে। যার রেশ মানুষের কথাবার্তা ও ভয়-ভীতির মাঝে কাটেনি এখনো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন