করোনাভাইরাসে আক্রান্ত গর্ভবতী একজন নার্স সন্তান জন্ম দেওয়ার পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন। কভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়েই ওই নার্স করোনায় আক্রান্ত হন।
ম্যারি আগিএইওয়া আগিয়াপং (২৮) নামের এই মহীয়সী নার্স কাজ করতেন ইংল্যান্ডের লুটন শহরের ডানস্টেবল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেবিকা হিসেবে তিনি এই হাসপাতালেই ৫ বছর কাজ করেছেন।
করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার ২ দিন পর গত ৭ এপ্রিল এই সেবিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসোলেশনে থাকা তার স্বামীরও করোনা ধরা পড়েছে।
হাসপাতালের প্রধান নির্বাহী ডেভিড কার্টার বলেন, তিনি অসাধারণ ভালো সেবিকা ছিলেন এবং এই ট্রাস্টের মানের একজন দুর্দান্ত উদাহরণ। এই সময়ে ম্যারির পরিবার ও বন্ধুদের জন্য আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।
আগিয়াপংয়ের সাবেক এক সহকর্মী বলেন, একজন সেবিকা হিসেবে আগিয়াপং ন্যাশনাল হেলথ সার্ভিসকে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন