রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গোদাগাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৫:১৩ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে বিষধর সাপের কমড়ে ঝাবু (২৭) নামের এক যুবক মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর বয়ালমারী পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝাবু চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি ইউনিয়নের কলিমপাড়া গ্রামের রেজাউল হকের ছেলে।

তবে বর্তমানে চর বয়ালমারী আদর্শ গ্রামে বসবাস করতেন। সে চর অঞ্চলে মোটরসাইকেল ভাড়া চালিয়ে সংসার চালাতেন। পরিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ধানের জমিতে পানি দিতে যায় ঝাবু। সেখানেই তাকে বিষধর সাপে দংশন করে। টের পেয়ে অন্যরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন। হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সানাউল্লাহ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধানের জমিতে পানি দিতে যাওয়ার সময় বিষধর সাপে দংশনের কারণে ঝাবুর মৃত্যু হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার সময় নামাজের জানাজা শেষে তাকে দিয়াড় মানিকচক গোরস্থানে তাকে দাফন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন