শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জ কৃষি অফিসের পক্ষ থেকে মরিচ ত্রাণ সহায়তা

সুন্দরগঞ্জ(গাইবান্ধা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৪:১৮ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মরিচ ক্রয় করে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। বর্তমান করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে লকডাউনে থাকা কৃষকদের উৎপাদিত ফসল মরিচ বাজারজাত করণ সমস্যা হয়ে দাড়িয়েছে। এ অবস্থায় মরিচ চাষে স্বাবলম্বী বেশ কিছু কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি কৃষকদের পাশে থাকার অংশ হিসেবে তার দপ্তরের পক্ষ থেকে মরিচ ক্রয় করে ত্রাণের সাথে দেয়ার সিদ্ধান্ত নেন। ইতোমধ্যেই উপজেলার বেলকার চরের কৃষক শফিকুল ইসলাম,মাইদুল ইসলাম ধুমাইটারী চরের কৃষক শাহিন ও রাজা মিয়ার নিকট থেকে ১০ মণ মরিচ উপযুক্ত দামে ক্রয় করা হয়েছে। আরও ২০/৩০ মণ মরিচ ক্রয় করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য এ বছর উপজেলায় প্রায় ১৫০ হেক্টর জমিতে মরিচ চাষ করেছেন কৃষকরা। ফলনও হয়েছে মোটামুটি ভাল। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ জানান,কৃষকদের কথা বিবেচনা করে কৃষি অফিসের অর্থায়নে মরিচ ক্রয় করে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। আরো ৩০ মণ মরিচ ক্রয় করে মোট ৪০ মণ মরিচ ত্রাণ সহায়তা দেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান জানান,উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের ত্রাণ সহযোগিতা হিসেবে যে অনুদান দেয়া হয়েছে। সেই অনুদান হিসেবে কৃষি কর্মকর্তা তার দপ্তরের পক্ষ থেকে মরিচ দিচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন