বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাঁচ হাজার গরীব ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন -পার্বত্য মন্ত্রী

বান্দরবান জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৫:৩৭ পিএম

করোনা সংক্রামক মোকাবেলায় বান্দরবানে গৃহবন্ধী অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। 

শনিবার সকালে বান্দরবান রাজার মাঠে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষ থেকে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এসময় বান্দরবানের ৯ টি ওয়ার্ডে ঘরে ঘরে অবস্থানরত দুস্থ ও অসহায় ৫ হাজার পরিবারকে বিতরণের জন্য এই ত্রাণ সহায়তা গ্রহণ করে বান্দরবান পৌর ওয়ার্ডের কাউন্সিলরগণ।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ মোঃ দাউদুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ সহ বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এসময় ত্রাণ সহায়তা প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান এই মহামারির সময়ে আমাদের সকলকে সচেতন হতে হবে, ঘন ঘন হাত ধোয়া আর পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে সুতরাং আমরা সবাই ঘরে থাকি সাবধানে থাকি, খাদ্য সহায়তা প্রয়োজন হলে ফোন দিলে প্রশাসন নিজ দায়িত্বে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন