শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ৪ দশমিক ২০ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪০৩ কোটি ৭২ লাখ টাকা। গত শনিবার লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৫৫ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৩ কোটি ১৭ লাখ টাকা। গতকাল ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৭৪ কোটি ১৪ লাখ টাকা। গত শনিবার লেনদেন হয়েছিল ৩৭১ কোটি ৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩ কোটি ৭ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৮ পয়েন্টে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ০ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৬২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫২টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, এভিন্স টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ডিবিএইচ, লংকা-বাংলা ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, লিন্ডে বাংলাদেশ এবং আইপিডিসি।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৯ কোটি ৭২ লাখ টাকা। গত শনিবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনদেন কমেছে ৫ কোটি ৭০ লাখ টাকার বেশি। এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৭ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৩৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১২১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এপেক্স ফুটওয়্যার, এভিন্স টেক্সটাইল, একমি ল্যাবরেটরিজ, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ফিড, লংকা-বাংলা ফাইন্যান্স, এসিআই ফর্মুলা এবং ইউনাইটেড এয়ার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন