পাবনার ঈশ্বরদী উপজেলায় এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
রোববার সকাল ৬টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের কবরস্থানের পাশে জঙ্গল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ওই যুবককে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর কবরস্থানের পাশে জঙ্গলে রেখে যায় দুর্বৃত্তরা।
নিহত দিনাজ প্রামাণিক (৪৫) দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে।
মুলাডুলি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. ওয়াসিম জানান, গোয়ালবাথান গ্রামের হায়দার মাস্টারের পারিবারিক কবরস্থানের পাশে ওই যুবকের লাশ দেখে মোবাইল ফোনে বিষয়টি জানান এক নারী।
স্থানীয়রা শনাক্ত করেছেন লাশটি সুলতানপুর গ্রামের দিনাজের।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর ও ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য করুন