ফাঁকা সড়কে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী মানিকগঞ্জের সাবেক ক্রিকেটার বিল্টু মিয়া (৪৫) নিহত হয়েছেন।
সোমবার ভোর ৬টার দিকে দৌলতপুর উপজেলার কালিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দৌলতপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, বিল্টু মিয়া দৌলতপুর থেকে মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জে আসছিলেন। কালিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিটি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনস্থলেই বিল্টু মিয়া মারা যান।
এসময় ট্রলিচালক পালিয়ে যায়। জব্দ করা হয়েছে ট্রলিটি। দৌলতপুর থানা পুলিশের ওসি এই তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে বিল্টু মিয়া বর্তমানে ফারুক এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিষ্ঠানের বকেয়া টাকা আদায় করতে তিনি দৌলতপুর গিয়েছিলেন। দুর্ঘটনার সময় তার পকেটে আদায় করা এক লাখ ৪৫ হাজার টাকা ছিল। পুলিশ ওই টাকা উদ্ধার করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন