শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

নারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে স্মার্টফোন গেমিং

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশ্বব্যাপী গেমিং ডিভাইস হিসেবে সর্বাধিক ব্যবহার হয় স্মার্টফোন। গেমিংয়ের জন্য দিনকে দিন স্মার্টফোনের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বের ১২টি দেশের ৪৭ শতাংশ স্মার্টফোন গেমারই নারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস। বাজার গবেষণা প্রতিষ্ঠান টিএনএস ফেসবুকের হয়ে জরিপ প্রতিবেদনটি তৈরি করে। ১৮ বছরের বেশি বয়সের মানুষের ওপর এ জরিপ চালানো হয়। এতে উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়াসহ মোট ১২টি দেশের মানুষ অংশ নেয়। মূলত গেম খেলার জন্য অংশ নেয়াদের মোবাইল ডিভাইস ব্যবহারের প্রবণতার ওপর ভিত্তি ও মতামত বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। জরিপে দেখা যায়, সামগ্রিকভাবে গেমিং ডিভাইস হিসেবে স্মার্টফোন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। গেমিং ডিভাইস হিসেবে ৭১ শতাংশ গেমারেরই পছন্দ স্মার্টফোন। ৬৪ শতাংশের পছন্দ পার্সোনাল কম্পিউটার (পিসি)। পাশাপাশি ট্যাবলেট ডিভাইসে ৩৪ শতাংশ এবং ২৬ শতাংশের পছন্দ ভিডিও গেম কনসোল। জরিপে স্মার্টফোনভিত্তিক গেমারদের সময় ব্যয়ের যে অভ্যাস, তা বিশ্লেষণ করা হয়। দেখা যায়, এ ধরনের গেমাররা ২ দশমিক ৭ গুণ বেশি সময় অনলাইনে অবস্থান করেন। পেইড মোবাইল গেমারদের মধ্যে খেলা বন্ধের প্রবণতাও বেশি।

স শিবলু

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন