শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

এবার সন্তান প্রসব করাবে রোবট!

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দ্রত বাড়ছে রোবটের ব্যবহার। শিক্ষা এবং কর্মক্ষেত্রের পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও ক্রমশ বাড়ছে রোবটের ব্যবহার। আগে রোবটকে শুধু ওষুধ নিয়ে আসা যাওয়ার কাজে ব্যবহার করা হতো। কিন্তু সময় বদলাচ্ছে। একই সঙ্গে তৈরি হচ্ছে একের এক এক অত্যাধুনিক রোবট। আর তেমনই অত্যাধুনিক একটি রোবট বাজারে এসেছে, যেটি কিনা সন্তান প্রসব করাতে পারে। চিকিৎসাক্ষেত্রে রোবটের ব্যবহার আরেক ধাপ এগিয়ে নিতেই নতুন এই ধরণের রোবট নিয়ে গবেষণা চালাচ্ছে গবেষকরা। বর্তমানে এই রোবটটিকে একটি হাসপাতালে নার্সদের সাহায্য করানোর জন্যে ব্যবহার করা হয়। কিন্তু সেটিকে আরও আধুনিক করা হচ্ছে। যেটি কিনা আগামি দিনে হাসপাতালের গাইনি বিভাগে কাজে লাগানো হবে। এজন্যে গত দুবছর ধরে রোবটিকে নিয়ে তারা গবেষণা চালিয়ে যাচ্ছে। সেই জন্য রোবটটি বস্টনের বেথ ইসরায়েল মেডিক্যাল সেন্টারে পরীক্ষা করে দেখা হয়। সেখানে রোবটটি ১০ জন নার্স, ২০ জন রোগী এবং ২০টি কক্ষের তদারকির দায়িত্ব পালন করে। পরীক্ষায় দেখা গেছে ৯০ শতাংশ ক্ষেত্রে রোবটের নেওয়া সিদ্ধান্ত ডাক্তার বা নার্সদের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে মিলে যায়। গবেষকদের একজন মনে করেন, এই রোবটটি নতুন নার্সদের ট্রেনিং এবং গাইনী বিভাগে কার্যকরী ভূমিকা পালন করবে। গাইনী বিভাগে রোবটটি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে বলেও বিশ্বাস করেন তিনি। গবেষণা সফল হলে খুব শীঘ্রই বাচ্চা প্রসবকালে রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করছেন গবেষকরা।
স আদনান রিয়াদ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন