শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাণীশংকৈলে কালবৈশাখী ঝড়ে ব‍্যপক ক্ষয়ক্ষতি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৯:১১ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কালবৈশাখী ঝড়ে
বিভিন্ন এলাকায় ফসল, বৃক্ষ সহ বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সকালে রাণীশংকৈল শহরের উপর দিয়ে বয়ে যায় এ কালবৈশাখী ঝড়।
উপজেলার বাঁশবাড়ি, মহলবাড়ী, সন্ধ‍্যারই, লেহেম্বা, নেকমরদ, চেকপোষ্ট, ভরনিয়া, পৌর শহর সহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে কালবৈশাখী ঝড়ে প্রায় অর্ধশত কাঁচা ও টিনের চালা বিশিষ্ট ঘরবাড়ি ও ফলবান সহ বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেক জানা গেছে, ঝড়ের তাণ্ডবে বাড়িঘর ছাড়াও ফসলি জমি ও গাছ-গাছালির ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে উপজেলার টিএনটির সামনে জাকের পাটির অফিস, ফায়ার সার্ভিস সংলগ্ন মার্কেট সহ শিবদিঘী পৌর মার্কেটে কয়েকটি দোকানঘর কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে ভূট্টাসহ সবজীর ব‍্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বলেন, উপজেলায় ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে কিছু কিছু ভুট্টাক্ষেত পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অপরদিকে কিছু গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে।
রানিশংকেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, বিভিন্ন স্থানে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাণহানির কোনো ঘটনার খবর পাইনি। তারপরও উপজেলার প্রত্যন্ত অঞ্চলে খোঁজখবর নেওয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন