টাঙ্গাইলের ঘাটাইলে করোনা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন সংগঠনের গরীব, দুস্থ, অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঘাটাইল উপজেলার ফুলমালিরচালায় করিমগঞ্জ এগ্রোটেক লি. এর উদ্যাগে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলার ফুলমালির চালা গ্রামে করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৩ শতাধীক কর্মহীন নিন্ম আয়ের মানুষের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিজনকে চাল, আটা ও আলু দেয়া হয়। ইঞ্জিনিয়ার মো. আব্দুল খালেক, ইঞ্জিনিয়ার মো.জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মো.ফরিদ খানের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগীতায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, করিমগঞ্জ এগ্রোটেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো.খাইরুল ইসলাম, মো.কামরুজ্জামান মিন্টু, হাবিবুর রহমান বাহাদুর মো.ফজলুল হক খান, মো.মসিউজ্জামান সেন্টু , শহিদুল ইসলাম প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন