দুই দিনের ব্যবধানে আবারো সাতক্ষীরার লোকালয়ে এসেছে সুন্দরবনের চিত্রা হরিণ। বুধবার (২২ এপ্রিল) ভোররাতে সুন্দরবন থেকে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া জনবসতি এলাকায় চলে আসে হরিণটি।
এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশনের বনকর্মকর্তা মিজানুর রহমান ও কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সায়ীদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে হাজির হন। এবং সিপিপি ও স্থানীয় জনগণের সহযোগিতায় হরিণটি ধরে ফেলেন তারা। পরে লোকালয়ে চলে আসা হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সায়ীদ বলেন, আমরা খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহযোগিতায় হরিনটি আটক পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু শরীরে কোন ক্ষত চিহ্ন না থাকায় ও হৃদযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক থাকায় হরিণটিকে পুনরায় সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল কোবাদক স্টেশন এলাকা থেকে অনুরূপভাবে একটি হরিণ লোকালয়ে আসলে বন বিভাগের কর্মকর্তারা তাকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন