গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে আরও ৪৫৮ জনকে । এরমধ্যে সিলেটে ২৬ জন, সুনামগঞ্জে ২৯৮ জন, হবিগঞ্জে ১১৫ জন ও মৌলভীবাজারে ১৯ জন। নতুন করে ছাড়পত্র মিলেছে ২৪৪ জনের। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, এছাড়া বিভাগে নতুন করে কোয়ারেন্টাইনে থেকে ছাড়পত্র পাওয়া ২৪৪ জনের মধ্যে সিলেটে ১৮, সুনামগঞ্জে ১১৯ জন, হবিগঞ্জে ৩৪ জন, মৌলভীবাজারে ৩৩ জন। বিভাগজুড়ে এ যাবৎ হাসপাতাল কোয়ারেন্টিনে আছেন ৪৩ জন। এরমধ্যে সিলেটে ৩ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ২৯ ও মৌলভীবাজারে ২ জন। বিভাগে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। এরমধ্যে সিলটে ১৫ জন, সুনামগঞ্জে ৬ ও হবিগঞ্জে ২১ জন। এ নিয়ে বিভাগজুড়ে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে। এরমধ্যে সিলেটে বেড়ে হলো ১২ জন, সুনামগঞ্জ ১৩ জন, মৌলভীবাজারে ৩ জন ও হবিগঞ্জে ২১ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন