শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈশ্বরদীতে নিষেধ অমান্য করে ব্যবসা পরিচালনা, বাধাদেয়ায় পুলিশকে মারধর

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ৪:৪৫ পিএম

আজ সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদীর নতুন হাটমোড় বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাবসা পরিচালনায় বাধা দেয়ায় ব্যাবসায়ীদের হামলার শিকার হয়েছে ঈশ্বরদী থানাপুলিশ।
ব্যাবসায়ীদের হামলায় কনস্টেবল রুহুল আহত ও অপর ৩ জন ধাক্কাধাক্কিতে মৃদু আঘাতপ্রাপ্ত হয়েছে।
জানাগেছে, করোনা সমস্যার কারনে নিষিদ্ধ ঘোষিত দোকান ব্যাবসায়ীরা দোকান খুলে বেচাকেনা করার সময় ঈশ্বরদী থানাপুলিশ তাদের দোকান বন্ধ করার জন্য অনুরোধ জানায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর চড়াও হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে ব্যাবসায়ীরা ক্ষিপ্তহয়ে পুলিশের গায়ে হাততোলে। এতে উল্লেখিত পুলিশ কনস্টেবল আহত ও অন্যরা মৃদু আঘাত প্রাপ্ত হয়।
এঘটনার সংবাদ পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ ব্যাবসায়ীরা দোকান বন্ধ করে দ্রুত স্হান ত্যাগ করে।
এবিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবিরকে জিজ্ঞেস করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। অপরদিকে আইনগত ব্যাবস্হা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহা উদ্দিন ফারুকী বিপিএম পিপিএম জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন