রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরে ৮৭ বছর বয়সেও মুক্তিযোদ্ধার ভাতা দিয়ে করোনায় ত্রাণ সাহায্য

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ৫:৪৭ পিএম

যশোরের বীর মুক্তিযোদ্ধা বেগম নুরুন্নাহার মোশাররফ ৮৭ বছর বয়সেও করোনার মহাদুর্যোগে মুক্তিযোদ্ধার ভাতার টাকায় অসহায়দের মাঝে ত্রাণ সাহায্য দিয়ে দৃষ্টান্তস্থাপন করেছেন। সোমবার তিনি মাইকপট্টির বাসায় যশোরের বিভিন্ন এলাকার অসহায়দের মাঝে চাল, ডাল, তেল, লবন, সাবান ও টাকা বিতরণ করেন।

তিনি যশোরের বিশিষ্ট রাজনীতিবিদ শহীদ মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের সহধর্মীনি। বয়সের ভারে তিনি নড়তে চড়তে পারেন না। তার পরেও প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত পর্যায়ক্রমে গরীবদের ত্রাণ সাহায্য দিচ্ছেন। তিনি বললেন, সরকারীভাবে পাওয়া মুক্তিযোদ্ধার ভাতা ও ছেলেমেয়েদের সাহায্য সহযোগিতা নিয়ে একটা তহবিল গঠণ করা হয়েছে। তার থেকে প্রতিনিয়ত অসহায়দের সাহায্য সহযোগিতা করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন