শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদপুরে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুরে জেলা সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো: আবু কাওছার বলেছেন, আইএস হচ্ছে ইসরাইলের সৃষ্টি। ফলে আইএস কখনো ইসরাইলের ওপর হামলা করে না। তারা শুধু মুসলিম অধ্যুষিত দেশগুলোর ওপর হামলা চালায়। যারা পবিত্র রমজান মাসে ও ঈদের জামাতে হামলা চালাতে পারে তারা কখনো মুসলমান হতে পারে না। বাংলাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা করছেন। তাদের এ চেষ্টা কখনো সফল হবে না।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক শওকত আলী জাহিদের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা শামীম শাহরিয়ার, সোহেল রানা, এস এম মেহেদী হাসান, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্যা, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, অনিমেষ রায়, সৈয়দ সোহেল রেজা বিপ্লব প্রমুখ। সমাবেশের শুরুতে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় যারা নিহত হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন