বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

চট্টগ্রামে দেড় হাজার অটোরিকশার বিরুদ্ধে মামলা নিবন্ধনবিহীন ১২১টি আটক

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে মিটারবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। গতকাল (মঙ্গলবার) বিকেল পর্যন্ত দু’দিনে ১৫৫০টি অটোরিকশার বিরুদ্ধে মামলা হয়েছে। মিটারবিহীন অটোরিকশার পাশাপাশি নিবন্ধনবিহীন অটোরিকশার বিরুদ্ধেও অভিযানে নেমেছে পুলিশ এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। গতকাল ১২১টি নিবন্ধনবিহীন অটোরিকশা জব্দ করা হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান বলেন, মিটারবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। তবে মালিক সমিতি আমাদের জানিয়েছে, আর দুই-তিনদিন সময় দিলে তারা সব অটোরিকশায় মিটার লাগাতে সক্ষম হবেন। তাদের কথা আমরা বিবেচনায় নিয়েছি। নিবন্ধনবিহীন এএফআর লেখা যেসব অটোরিকশা চলছে সেগুলোর বিরুদ্ধে জোর অভিযান চলছে। এএফআর লেখা সব অটোরিকশা জব্দ করা হবে। নগরীর রাস্তায় কোন অবৈধ অটোরিকশা থাকতে পারবে না।
এর আগে সোমবার থেকে চট্টগ্রাম নগরীতে মিটারে অটোরিকশা চলাচল বাধ্যতামূলক ঘোষণা করে নগর পুলিশ। এ জন্য ৩১ জানুয়ারির মধ্যে সব অটোরিকশায় মিটার সংযোজনও বাধ্যতামূলক ঘোষণা করেছিল নগর পুলিশ। তিন মাস আগে থেকে চট্টগ্রাম নগরীতে মিটারে অটোরিকশা চলাচল বাধ্যতামূলক ঘোষণা করা হলেও মিটার সংযোজনের জন্য বারবার সময় বাড়ানো হয়। তবে সর্বশেষ সোমবার থেকে মিটারে অটোরিকশা চলাচলের বিষয়ে অনড় অবস্থান নেয় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নগরীতে চলাচলরত ১৩ হাজার অটোরিকশার মধ্যে ৩ হাজার অটোরিকশায় মিটার সংযোজন করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন