শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঘাটাইলে কৃষকের ধান কেটে দিলেন সাবেক এমপি রানা

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৬:১৪ পিএম

মারণঘাতি করোনাভাইরাস সংক্রমণের কারনে চরম ধান কাটা শ্রমিক সংকটে পড়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাধারণ কৃষক ও বর্গাচাষীরা। ধান কাটা নিয়ে চরম বিপাকে পড়া দুই কৃষকের জমির ধান কর্মীদের নিয়ে কেটে দিয়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা। তিনি আজ মঙ্গলবার সকালে মানুষ মানুষের পাশে নামক সংগঠনের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে উপজেলার দেওপাড়া ইউনিয়নের শরাসাক গ্রামের রুস্তম আলী ও আব্দুল মালেকের জমির ধান কেটে দেন।
এলাকাবাসী জানায়, ইরি-বোর মৌসুমে ময়মনসিংহের মুক্তাগাছা জামালপু ও উত্তরবঙ্গ থেকে শ্রমিকরা এসে দৈনিক ও চুক্তি ভিত্তিতে ধান কাটেন। কিন্তু মহামারী করোনাভাইরাস সংক্রমণ জনিত কারনে চলতি মৌসুমে কৃষি শ্রমিকরা ধান কাটতে আসতে পারছে না। এতে স্থানীয় কৃষকরা পাকা ধান কাটা নিয়ে চরম সংকটে পড়েছেন। বিপদের মুহুর্তে সাবেক এমপি রানা তার নেতাকর্মীদের নিয়ে জমির ধান কেটে দেওয়ায় খুশি কৃষক রুস্তম আলী ও আব্দুল মালেক। ধান কাটায় অন্যানদের মধ্যে অংশ নেন, ঘাটাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, জিজিবি সরকারী কলেজের প্রভাষক আ.ন.ম ফজলুল কাদের রতন স্থানীয় মানুষ মানুষের পাশে সংগঠনের সভাপতি মোঃ রিপন তালুকদার, প্রধান সহযোগি মোঃ শাহিনুর রহমান রেজা তালুকদার, ঘাটাইল পৌরসভার কাউন্সিরল শেখ মোহাম্মদ কবীর আহমেদ,উপজেলা যুবলীগের সদস্য মোঃ তুষার আহমেদ,উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমনি খান প্রমূখ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন